বিষ্ণুপুর খড়গপুর রুটে লোকাল ট্রেন চালানোর দাবীতে আন্দোলন

11th November 2020 12:57 pm বাঁকুড়া
বিষ্ণুপুর খড়গপুর রুটে লোকাল ট্রেন চালানোর দাবীতে আন্দোলন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : আদ্রা ডিভিশনের বিষ্ণুপুর খড়গপুর রুটে লোকাল ট্রেন চালানোর দাবীতে আন্দোলনে নামলেন এলাকার সাধারণ মানুষজন । অনান‍্য রুটে লোকাল ট্রেন চালু হলেও আদ্রা ডিভিশনের এই রুটে লোকাল ট্রেন চলাচলের বিষয়ে কোনো ঘোষনা হয় নি । দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় ব‍্যবসায়ী সহ টোটো চালক , রিক্সা চালকরা মারাত্মক সমস‍্যায় । করোনার জেরে অর্থনৈতিক অবস্থা অত‍্যন্ত সংকটজনক । এই অবস্থায় লোকাল ট্রেন চলাচল জরুরী । বিষ্ণুপুর স্টেশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের হাতে দাবী সনদ পেশ করা হল । উচ্চ কতৃপক্ষকে জানিয়ে সমস‍্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি । পোষ্টার হাতে মিছিল ও করেন স্থানীয় রা স্টেশনে । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।